• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

৫ দেশে ইউক্রেনের রাষ্ট্রদূত বরখাস্ত

প্রকাশিত: ০৭:০৬, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
৫ দেশে ইউক্রেনের রাষ্ট্রদূত বরখাস্ত

ভারত ও জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: এএফপি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারত, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

তবে কেন এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে সে কথা জানানো হয়নি। কেবল একটি ডিক্রি জারি করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা করলে যুদ্ধ শুরু হয়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা পেতে কূটনৈতিকদের কাজ করতে আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপের অন্য দেশের মতো সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কিছুটা শীতল। ভারতের সমর্থন-সহযোগিতাও ইউক্রেন সেভাবে পায়নি। কারণ ভারত রাশিয়ার মিত্র দেশ। যুদ্ধ শুরুর পর ইউক্রেন যেভাবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছিল পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও নয়াদিল্লির কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি কিয়েভ। রাষ্ট্রদূত বরখাস্তে এটিও কারণ হতে পারে।

বিভি/এনএ

মন্তব্য করুন: