• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রীলঙ্কার সেনাবাহিনী নিলো জনগণের জানমাল রক্ষার ক্ষমতা

প্রকাশিত: ১৯:১০, ১৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শ্রীলঙ্কার সেনাবাহিনী নিলো জনগণের জানমাল রক্ষার ক্ষমতা

শ্রীলঙ্কার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঝুঁকিপূর্ণ স্থান এবং মানুষের জীবন রক্ষা করার জন্য শক্তি ব্যবহার করার ক্ষমতা পেয়েছে সেনাসদস্যরা। খবর: রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ জুলাই) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অনেকটা শান্ত। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের অপেক্ষা করছে। তবে শহরজুড়ে কারফিউ জারি রয়েছে। সহিংসতা ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তিন বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও প্রতিরক্ষাসচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটিকে আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, সবকিছু করতে নির্দেশ দেওয়া হয়।


শ্রীলঙ্কায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে দেশটির সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নির্দেশ দেওয়ার পরই ‘জনগণের জানমাল রক্ষা’র দায়িত্ব পেয়ে শ্রীলঙ্কার প্রতিরক্ষাপ্রধান জেনারেল শাভেন্দ্র সিলভা বলেন, ‘সশস্ত্র বাহিনী ও পুলিশ দেশের সংবিধানকে সম্মান দেখাবে।

বুধবার (১৩ জুলাই) রাতে সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে পার্লামেন্টে বিক্ষোভকারীদের সহিংসতার নিন্দা জানায়। তারা ওই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দুটি অ্যাসল্ট রাইফেল কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ৮৪ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষাপ্রধান জেনারেল শাভেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্য রাষ্ট্রীয় ভবন ছেড়ে যেতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁদের পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনুরোধ জানান।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটিতে লাখো মানুষ রাজপথে নেমে আসে। তাঁরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন। শনিবার (৯ জুলাই) কয়েকশ বিক্ষোভকারী গোটাবায়ার বাসভবনে ঢুকে পড়েন। এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। গণ-আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার (১২ জুলাই) রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আজ তিনি সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেন।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2