• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পেলোসির সফর চীনকে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলায় এসব ঘটছে

তাইওয়ানে চীনের সাইবার হামলা, আকাশে ‘ড্রোন’

প্রকাশিত: ১২:২৬, ৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
তাইওয়ানে চীনের সাইবার হামলা, আকাশে ‘ড্রোন’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর হ্যাকিং এর শিকার হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এছাড়াও তাইওয়ানের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশ সীমার মধ্যেই দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, পেলোসির সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় সুত্র বলছে, বৃহস্পতিবার থেকে তাইওয়ানের আশপাশে ধারাবাহিক সামরিক মহড়া শুরু হচ্ছে। মহড়ার কয়েকটি দ্বীপের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশ সীমার মধ্যেই এই মহড়া হওয়ার সম্ভাবনা বেশি। 

তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স বলছে,  বিষয়টি ‘সামগ্রিকভাবে তাইওয়ানের সমুদ্র ও আকাশ অবরো ‘ করার সামিল। 

তাইওয়ানের পররাষ্ট্র দপ্তর বলছে, পেলোসির সফর দেশে তিনি দক্ষিণ কোরিয়ার পথে রওনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিনমেন দ্বীপপুঞ্জের আকাশে অজ্ঞাত আকাশযান শনাক্ত করা হয় সেগুলাকে প্রাথমিকভাবে ড্রোন বলে ধারণা করা হচ্ছে। 

চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর বলেছে, “তাইওয়ানের স্বাধীনতাকামী, বহিরাগত শক্তির বিরুদ্ধে আমাদের শাস্তি যোক্তিক ও আইনসম্মত।”
তাইওয়ান সেনাবাহিনীর কিনমেন প্রতিরক্ষা কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন-সুং কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বুধবার রাত ৯টা ও ১০টার দিকে একজোড়া ড্রোন দুইবার কিনমেন এলাকার ওপর দিয়ে উড়ে গেছে।  তিনি বলেন, সেগুলোকে সতর্ক করতে প্রাথমিকভাবে ফ্লেয়ার ছোড়ার পর সেগুলো ঘুরে যায়। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার রাতে তাদের ওয়েবসাইটে সাইবার হামলার ফলে সেটি কিছু সময়ের জন্য অফলাইনে ছিল। এমন পরিস্থিতে সাইবার নিরাপত্তা উন্নত করতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে। 

 


 

বিভি/এসআই

মন্তব্য করুন: