• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কাবুলে বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশিত: ১২:৪২, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কাবুলে বিস্ফোরণ, নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার (৫ আগস্ট) বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।  এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর: রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন।

স্থানীয় পুলিশ জানায়, শিয়াদের আবাসিক এলাকায় এ বোমা বিস্ফোরণে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৮ জন। এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: