• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইমরানকে আটক করলে রাজধানী দখলে নেওয়া হবে:পিটিআইর হুঁশিয়ারি  

প্রকাশিত: ০৮:২৭, ২২ আগস্ট ২০২২

আপডেট: ১৩:০৩, ২২ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ইমরানকে আটক করলে রাজধানী দখলে নেওয়া হবে:পিটিআইর হুঁশিয়ারি  

জনসভায় পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার কারনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। 

শনিবার (২০ আগস্ট) একটি জনসভায় ইমরান খান তার দলের এক নেতাকে আটক করায় এক নারী বিচারক ও পুলিশকে নিয়ে মন্তব্য করেন ইমরান। 

ইমরান খান জনসভায় বলেছিলেন, ‘আপনারাও প্রস্তুত হন, আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটিকে কেন্দ্র করে পিটিআই নেতারা ইমরান খানের বাড়ির সামনে জড়ো পিটিআই কর্মীরা। তারা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইমরান খানকে গ্রেফতার করা হলে তার ফল ভালো হবে না এমনটি তারা রাজধানী দখলে নিলেও দ্বিধা করবেন না। 

পুলিশ বলছে, সন্ত্রাশবিরোধী আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের হুমকি দেওয়ায় তারা তদন্ত করছেন। 
 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2