• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খরায় ধুঁকতে থাকা চীনে হঠাৎ বন্যা, সরানো হলো অর্ধলক্ষ মানুষকে

প্রকাশিত: ১৪:০৮, ২৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
খরায় ধুঁকতে থাকা চীনে হঠাৎ বন্যা, সরানো হলো অর্ধলক্ষ মানুষকে

বিপর্যস্ত খরায় ধুঁকতে থাকা চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের একাংশে এবার ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে । এতে প্রাণহানি হয়েছে অন্তত ৭ জনের। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে সিচুয়ার প্রদেশের অন্তত ৪৬ হাজার অধিবাসীকে। 

মূলত টাইফুন মা-ওনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয় চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল। এতে সিচুয়ান প্রদেশে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয়। প্রাদেশিক রাজধানী চেংদু ছাড়াও গুয়াংইউয়ান, দিয়াং, আবা, ইয়ানসহ বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট তলিয়ে যায়। বন্যার পানি ঢুকে পড়ে বাড়িঘরে। 

পরিস্থিতি গুরুতর আকার নেয়ায় রবিবার রাতভর উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ৪৬ হাজার চারশ' মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। আগামী কয়েকদিনে দুইশ' মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় সিচুয়ান প্রদেশে ব্লু অ্যালার্ট বহাল রেখেছে আবহাওয়া বিভাগ। পর্যটন নগরী পেংজু সিটিতে উজানের ঢলে প্রাণহানি হয়েছে অন্তত ৭ জনের।  

বিভি/এজেড

মন্তব্য করুন: