• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ভাবা উচিত নয়: বাইডেন

প্রকাশিত: ১৭:১১, ৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ভাবা উচিত নয়: বাইডেন

ছবি: জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়। সোমবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। 

রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা? হোয়াইট হাউজে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সরাসরি বলেন, ‘না।’

এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনে লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবেলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: