• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের বিস্ময়কর সম্পদের পরিমাণ

প্রকাশিত: ১৭:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের বিস্ময়কর সম্পদের পরিমাণ

ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ভাণ্ডারে থাকা রত্নের আর্থিক মূল্যমান প্রকাশ করেছে ক্রাউন জুয়েলার। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের রাজ পরিবারের রাজকীয় রত্নভাণ্ডার সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত।

ক্রাউন জুয়েলার সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সংগ্রহে থাকা ব্যক্তিগত রত্নের মূল্য প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে:

কিং চার্লস থ্রি বা রাজা চার্লসের সম্পদের পরিমাণ ৯০ কোটি পাউন্ড বা ১ হাজার ৬৯ কোটি ৪৭ লাখ টাকা।

দ্য প্রিন্স অব ওয়েলস বা রাজা চার্লসের এবং প্রিন্সেস ডায়ানার বড় সন্তান প্রিন্স উইলিয়ামের সম্পদের পরিমাণ ১ দশমিক ০৫ বিলিয়ন পাউন্ড বা ১ হাজার ২৪৭ কোটি ৭০ লাখ টাকা।

দ্য প্রিন্সেস র‌য়্যাল বা রানি এলিজাবেথের দ্বিতীয় সন্তান অ্যানে এলিজাবেথ এলিস লুইসের সম্পদের পরিমাণ ৫ কোটি পাউন্ড বা ৫৯৪ কোটি ১৫ লাখ টাকা।

দ্য ডিউক অব ইয়র্ক আলবার্ট ক্রিস্টিয়ান এডওয়ার্ডের সম্পদের পরিমাণ ৫ লাখ পাউন্ড বা ৫৯ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।

দ্য আর্ল অব ওয়েসেক্স এডওয়ার্ড অ্যানটোনি রিচার্ড লুইস রানি এলিজাবেথের ছোট ছেলে। তার এবং তার স্ত্রী দ্য কাউন্টেস অব ওয়েসেক্স সোফি হেলেনের মিলিত সম্পদের পরিমাণ ১০ মিলিয়ন পাউন্ড বা ১১৯ কোটি ১০ লাখ টাকা।

দ্য ডিউক অব সাসেক্স বা রাজা চার্লসের এবং প্রিন্সেস ডায়ানার ছোট সন্তান প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী দ্য ডাচেচ অব সাসেক্স মেগান মার্কেলের মিলিত সম্পদের পরিমাণ ২০ মিলিয়ন পাউন্ড বা ২২৮ কোটি ২০ লাখ টাকা।

ব্রিটিশ রাজা কিংবা রানি তথা রাজ পরিবার ক্রাউন জুয়েলারের নিয়োগ দিয়ে থাকেন। বর্তমানে ক্রাউন জুয়েলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম মার্ক অ্যাপলবাই। তাকে ২০১৭ সালে নিয়োগ দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ১০ম ক্রাউন জুয়েলার। মি. অ্যাপলবাই ম্যাপিন অ্যান্ড ওয়েব জুয়েলারিরও প্রধান।

রানি ভিক্টোরিয়া ১৮৪৩ সালে ক্রাউন জুয়েলারের পদটি তৈরি করেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: