• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হিজাব পরতে বাধ্য করলে প্রতিবাদ করবো: মালালা

প্রকাশিত: ১৯:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
হিজাব পরতে বাধ্য করলে প্রতিবাদ করবো: মালালা

নোবেল বিজয়ী পাকিস্তানী বংশোদ্ভূত মালালা ইউসুফজাই বলেছেন তাকে হিজাব পরতে বাধ্য করা হলে তিনি প্রতিবাদ করবেন। ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের বিষয়ে তিনি এ কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মালালা লিখেছেন, ‘একজন নারী যাই পরুক না কেন, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি আগেই বলেছি, যদি কেউ আমাকে আমার মাথা ঢেকে রাখতে বাধ্য করে, আমি প্রতিবাদ করবো। যদি কেউ আমাকে আমার স্কার্ফ খুলতে বাধ্য করে, তাহলেও আমি প্রতিবাদ করবো।’

ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মারা যান ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাইশা আমিনি। এরপর থেকে দেশজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। টানা ৯ দিনের মতো দেশটির অন্তত ৫০টি শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের ওপর পুলিশের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের নিহতের খবর পাওয়া গেছে।

মাইশার এমন মৃত্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোসহ বিশ্বের অধিকারকর্মীরা প্রতিবাদ জানচ্ছেন।

আরও পড়ুন: টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ইউএনও

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2