• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

নতুন কমান্ডার নিয়োগের পর কিয়েভসহ ইউক্রেনজুড়ে রুশ হামলা

প্রকাশিত: ১৫:৪০, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:১১, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
নতুন কমান্ডার নিয়োগের পর কিয়েভসহ ইউক্রেনজুড়ে রুশ হামলা

ছবি: কিয়েভ পোস্ট

নতুন কমান্ডার নিয়োগের পর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে শক্তিশালী রুশ হামলার ঘটনা ঘটেছে। গত কয়েক মাস রাজধানী কিয়েভে হামলা থেকে বিরত থাকলেও সোমবার (১০ অক্টোবর) সকালে সেখানেও সিরিজ হামলা চালায় রুশ বাহিনী। আক্রান্ত হয় লভিভ, টারনোপিল, ডিনিপ্রোসহ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। এই সিরিজ হামলার ঘটনায় সামনে উঠে এসেছে পুতিনের নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন-এর নাম।

কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস জানান, স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর মধ্য কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের প্রায় ৯০ মিনিট আগে এয়ার রেইড সাইরেন বেজে উঠে বলে জানান তিনি।

কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

এমন সময়ে কিয়েভ এ হামলা চালানো হলো যার মাত্র দুই দিন আগে শনিবার (৮ অক্টোবর) রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনা রুশ জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে তোলে। শনিবার (৮ অক্টোবর) সেতুটিতে হামলার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনায় মস্কোর তরফে প্রতিশোধ নেওয়ার দাবি তুলতে শুরু করেন তারা। 

এদিকে, অব্যাহত হামলার খবরে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ সকালে ইউক্রেনজুড়ে হামলা দেখিয়ে দিয়েছে যে, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলার চেষ্টা করছে।’ 

ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এ ঘটনায় দেশটির উচ্ছ্বাস স্পষ্ট। টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে, চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু তাদের ছাড়তে হবে।’

নতুন কমান্ডার নিয়োগের পরই হামলে পড়েছে রুশ বাহিনী। সোমবার (১০ অক্টোবর) সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার খবর আসতে শুরু করে। ইউক্রেনে মস্কোর একের পর এক সামরিক ব্যর্থতার পর সম্প্রতি রুশ বাহিনীর নেতৃত্বে রদবদল করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিন। ক্রিমিয়া সেতুতে রহস্যময় বিস্ফোরণের মধ্যেই নতুন কমান্ডার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি বিষয়ক থিঙ্ক ট্যাংক জেমসটাউন ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরোভিকিন রাশিয়ার সামরিক বাহিনীতে একেবারে ‘নির্মম’ হিসেবে পরিচিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ৫৫ বছর বয়সী সুরোভিকিন ২০১৭ সাল থেকে রাশিয়ার বিমান ও মহাকাশ বাহিনীর নেতৃত্বে রয়েছেন। ২০০৪ সালে তিনি চেচনিয়ায় একটি গার্ড ডিভিশনের কমান্ডার হিসেবে কাজ করেছেন। ওই সময় অঞ্চলটিতে ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল মস্কো।

সিরিয়ার যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে একটি পদক পেয়েছিলেন সুরোভিকিন। নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে সের্গেই সুরোভিকিনের। ২০১৫ সালে পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ার মাটিতে কাজ করেছেন তিনি। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: