• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বোরকা পরতে বাধা নেই, তবে মুখ ঢাকলেই গুনতে হবে জরিমানা

প্রকাশিত: ২০:৪৯, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বোরকা পরতে বাধা নেই, তবে মুখ ঢাকলেই গুনতে হবে জরিমানা

প্রতীকী ছবি

সাইজারল্যান্ডে নারীদের বোরকা পরা আগে থেকেই নিষিদ্ধ ছিল। এবার সেই আইন বাস্তবায়নে জরিমানার বিধান চালু করতে যাচ্ছে দেশটি। প্রস্তাবিত বিধি অনুযায়ী, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জনসম্মুখে মুখ ঢেকে বোরকা পরলে তাকে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা গুণতে হতে পারে।

সুইজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগেরকিঙ্গের কমিটি বুধবার (১২ অক্টোবর) পার্লামেন্টে এই আইনের খসড়া জমা দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিল উপস্থাপন করা হলে পার্লামেন্টের অধিকাংশ আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেবেন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলে সমর্থন জানালেই সেটি পরিণত হবে আইনে।

আইনটিতে বলা হয়েছে, কোনো মুসলিম নারী যদি তার মুখমণ্ডল না ঢেকে বোরকা-হিজাব বা এই জাতীয় কোনো পোষাক পরেন, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে না। এমনকি করোনা ও অন্যান্য অসুস্থতাজনিত প্রয়োজনে যারা মাস্ক পরেন, তাদের ওপরও এ আইন কার্যকর হবে না। 

এর আগে, গত বছর পার্লামেন্টে জনসমক্ষে মুখঢাকা বোরকা নিষিদ্ধের বিল উত্থাপন করা হলে ৫১ শতাংশেরও বেশি আইনপ্রণেতা তার পক্ষে ভোট দিয়েছিলেন। যদিও ৪১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ সুইজারল্যান্ডে জনসংখ্যা ৮৬ লাখের কিছু বেশি। দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ মুসলিম এবং তাদের প্রায় সবাই তুরস্ক, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা এবং কসোভো থেকে আসা।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2