• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

প্রকাশিত: ১২:০২, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ভারতে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

ছবি: টাইমস্ নাউ

ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমের জেলা ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। কারখানাসংলগ্ন ভবনটির নিচ তলায় বসবাস করতেন তারা। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারকে দুই লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2