অল্পের জন্য আকাশে সংঘর্ষ এড়ালো যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধ বিমান

অল্পের জন্য আকাশে সংঘর্ষ এড়ালো চীন-যুক্তরাষ্ট্র। বৃহসপতিবার (২৯ ডিসেম্বর) মার্কিন সামরিক বাহীনির দাবি, চলতি মাসে মার্কিন বিমান বাহিনীর একটি প্লেনের মাত্র ২০ ফুট দূরে দিয়ে উড়ে যায় বেইজিংয়ের একটি ফাইটার।
গত ২১ ডিসেম্বর চীনের জে-১১ যুদ্ধ বিমানের পাইলট অনিরাপদ দূরত্ব অবলম্বন করে বিপজ্জনকভাবে পাশ দিয়ে উড়ে যান। সংঘর্ষ এড়াতে আরসি-১৩৫ বিমানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণ চীন সাগরে মার্কিন নজরদারি বিমানের নাকের পাশে দিয়ে উড়ছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় আরসি-১৩৫ বিমানটি আইন মেনে নিয়মিত মহড়া চালাচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আশা করি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশ নিরাপদে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: