• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

তুরস্ক ও সিরিয়ায় ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

প্রকাশিত: ২০:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্ক ও সিরিয়ায় ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

ছবি: সংগৃহিত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার। একই সঙ্গে ১২০ জন উদ্ধারকর্মী, একটি ফিল্ড হাসপাতাল ও মানবিক সহযোগিতাও পাঠাচ্ছে দোহা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার বলেছেন, তুরস্কে গমনের জন্য আল উবেইদ বিমানঘাঁটিতে একটি বিশাল সি-১৩০ কার্গো প্লেনে রয়েছি আমরা। এতে ভ্রাম্যমাণ বাড়িগুলো স্থাপনের কর্মীরাও রয়েছেন।

তিনি বলেছেন, উড়োজাহাজে একটি মেডিক্যাল টিম ও উদ্ধার টিমের সদস্যরা রয়েছেন। তারা ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছেন। উড়োজাহাজেও বেশ কিছু সরঞ্জাম রয়েছে।

তিনি আরও বলেছেন, আমরা দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরে পৌঁছাবো। এটি আপাতত বন্ধ রয়েছে ত্রাণ কাজে গতি আনার জন্য। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: