• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

লুহানস্কে রাশিয়ার বড় ধরনের হামলা শুরু 

প্রকাশিত: ১৭:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
লুহানস্কে রাশিয়ার বড় ধরনের হামলা শুরু 

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এর বরাতে জানা গেছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় ধরনে হামলা চালানো শুরু করেছে।

এর আগে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছিল, রুশ সেনারা পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে। 

দ্য গার্ডিয়ান বলছে, রুশ সেনাবাহিনীর যে ভাবে তিনটি বড় ডিভিশনে কাজ করছে, তার স্পষ্ট ইঙ্গিত হামলা শুরু হয়েছে।  ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আরও জানিয়েছে, লুহানস্কের পূর্ব দিকের স্বাতোভে-ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা ‘লক্ষণীয়ভাবে গত সপ্তাহের শেষ দিক থেকে বেড়েছে।

যদিও রুশ সেনাদের ঠেকানোর মতো সামর্থ ইউক্রেনের নেই তবুও রাশিয়ান সেনারা হামলা চালিয়েই সামনে এগিয়ে যাচ্ছে বলে দাবি আইএসডব্লিউএর।
সংস্থাটি বলছে, রাশিয়ান সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2