• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

সেই শিশুকে দত্তক নিতে হাজারও মানুষের আবেদন

প্রকাশিত: ১২:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সেই শিশুকে দত্তক নিতে হাজারও মানুষের আবেদন

ভূমিকম্পের সময় সিরিয়ায় জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে আয়া, যার অর্থ নিদর্শন। শিশুটি এখন সুস্থ আছে বলে জানিয়েছেন ডাক্তাররা। 

বিবিসির খবরে বলা হয়েছে, সিরিয়ার জিন্দিরেস শহরে ভূমিকম্পের সময় আয়া জন্ম গ্রহণ করে। তার জন্মের পরিই তার মা মারা যায়। ভূমিকম্পে আয়ার বাবা, চার ভাইবোন এবং এক খালাও নিহত হন বলে জানায় বিবিসি।

জানা গেছে, শিশুটিক দত্তক নিতে হাজারো মানুষ আবেদন করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উদ্ধারকাজের সময় কান্নার আওয়াজ শুনে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধার করা হয়। 

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে ৩ হাজার ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ২১ হাজার ছাড়িয়েছে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2