• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পুতিন- এরদোগান ফোনালাপ 

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পুতিন- এরদোগান ফোনালাপ 

ছবি: সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতি থেকে জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, উভয়ের কথোপকথনে এরদোগান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তরস্কের প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে টিআরটি ওয়ার্ল্ড তাদের প্রতিবেদনে বলছে, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনে আরও প্রাণহানি ও ধ্বংস ঠেকাতে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। গত বছর জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পাদিত শস্য চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে তুরস্কের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন।

চুক্তি অনুযায়ী, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার কথা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আগের চুক্তিটি স্থগিত হয়ে যায়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেন এরদোগান। সাম্প্রতিক ভূমিকম্পের পর আঙ্কারার প্রতি সংহতি প্রকাশ করায় জেলেনস্কিকে ধন্যবাদ জানান তিনি। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2