সৌদি বাদশাহর আমন্ত্রণকে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট

সৌদি আরব সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর আগে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসার খবর নিশ্চিত করেছে তেহরান।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণপত্র পাবার বিষয় টুইটে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি।
প্রেসিডেন্ট রাইসিকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানকে ভ্রাতৃসুলভ উল্লেখ করে চীনা মধ্যস্থতায় সমঝোতাকে স্বাগত জানান সৌদি বাদশাহ। দু'দেশের অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে আশাবাদী তিনি।
প্রতিক্রিয়ায় রাইসি বলেন, পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে তেহরান সদা প্রস্তুত।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনটি ভেন্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। এটি মধ্যস্থতা করছে সুইজারল্যান্ড দূতাবাস।
৭ বছরের বৈরি সম্পর্ক স্বাভাবিক করার নথিতে গত ১০ মার্চ সই করে সৌদি ও ইরান। সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের শিরচ্ছেদ ও তেহরানে সৌদি দূতাবাসে হামলার জেরে ২০১৬ সালে দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: