• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮

প্রকাশিত: ১০:৫৮, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১১:০৭, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে কমপক্ষে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও সাতজন। রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে এ হামলা হয়।  

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছাড়াও এই হামলায় সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: