• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসদের ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ

প্রকাশিত: ২৩:১৩, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সংসদের ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ

চীনা মালিকানাধীন স্বল্পদৈঘ্যের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেন বিতর্কের ঘোরেই আবদ্ধ। ব্যবহার কারীর তথ্য চুরি এবং তা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর বিতর্কে অনেক দেশেই নিষিদ্ধ এই অ্যাপ। এবার চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক সব সংসদীয় ডিভাইস ও নেটওয়ার্ক থেকে বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ মার্চ) স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের কমিশন জানিয়েছে, তারা সাইবার নিরাপত্তার প্রয়োজনে সরকারের নেওয়া পদক্ষেপ অনুসরণ করবে।

দেশটির সংসদের এক মুখপাত্র বলেন, টিকটক সমস্ত সংসদীয় ডিভাইস এবং বৃহত্তর সংসদীয় নেটওয়ার্ক থেকে ব্লক করা হবে। সাইবার নিরাপত্তা সংসদের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। গত সপ্তাহে যুক্তরাজ্যের সরকারি ফোনে অ্যাপটি নিষিদ্ধ করা হয়।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2