• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাবুলে আত্মঘাতী হামলা: নিহত ৬

প্রকাশিত: ২০:২২, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কাবুলে আত্মঘাতী হামলা: নিহত ৬

ছবি: সংগৃহিত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব কাছে একটি আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগান সরকারের তরফে জানানো হয়, তাদের বাহিনী হামলাকারীকে অনুসরণ করলে সে যে বিস্ফোরক বহন করছিলো তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার (২৭ মার্চ) টুইট করে বলেছেন, বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিলো। কিন্তু তাকে হত্যা করা হলেও তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। জাদরান আরও জানান, আহতদের মধ্যে তালেবান নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য রয়েছেন। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: