যুক্তরাষ্ট্রে স্কুলে `বন্দুকধারীর` হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা
যুক্তরাষ্ট্রের টেনেসি অংগরাজ্যের ন্যাশভিলে এক প্রাইভেট প্রাইমারি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন নারী। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। পুলিশ স্থানীয় সময় সকাল ১০ টা ১৩ মিনিট নাগাদ ফোন কল পেতে শুরু করেন। শহরটির কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুকধারী হামলা চালান। হামলাকারীর কাছে অন্তত দুইটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগ্যান ছিল।
বিভি/জোহা
মন্তব্য করুন: