• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

প্রকাশিত: ০৯:০০, ২৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়। হতাহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে বিস্তারিত জানানো হয়নি।

এতে কমপক্ষ্যে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2