• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

দশবছরে যুক্তরাষ্ট্র জুড়ে স্কুলে গুলিতে নিহত ৩৪৬ জন

প্রকাশিত: ১০:৫১, ২৮ মার্চ ২০২৩

আপডেট: ১১:০৬, ২৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
দশবছরে যুক্তরাষ্ট্র জুড়ে স্কুলে গুলিতে নিহত ৩৪৬ জন

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১২ সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত স্কুলে ১০৫৮টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৪৬ জন নিহত ও ৭৪৯ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ মার্চ) এনবিসিনিউজ ও যুষ্টরাষ্ট্রের এভরি টাউন ফর গান সেফটি সংস্থা এ তথ্য জানিয়েছেন। 

এনবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ২০১২ সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত স্কুলে মোট ৫৮টি গুলিবর্ষণের ঘটনা ঘটে।  প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, স্কুলে গুলিবর্ষণের মতো এমন নিন্দাজনক কাজ সবচেয়ে বেশি করেছে পুরুষরা, বাকিটা করেছে নারীরা। সব শেষ গুলিবর্ষণের ঘটনার সঙ্গেও একজন নারী।   

মার্কিন যুক্তরাষ্ট্রের এভরিটাউন ফর গান সেফটি রিসার্স অ্যান্ড পলিসি’র জরিপে অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত দেশটিতে স্কুলে মোট ১ হাজার ৫৮টি গুলিবর্ষণের ঘটনায় ৩৪৬ জন নিহত ও ৭৪৯ জন আহত হয়েছেন। এর মধ্য চলতি বছর এখন পর্যন্ত ৮ জন নিহত। এছাড়া ২০১৩ সালে ২৭ জন, ২০১৪ সালে ২৩ জন, ২০১৫ সালে ৩৩ জন, ২০১৬ সালে ১১জন, ২০১৭ সালে ২০ জন, ২০১৮ সালে ৪১ জন, ২০১৯ সালে ৩৩ জন,  ২০২০সালে ২৪ জন, ২০২১ সালে ৪৯ জন, ২০২২ সালে ৫৭ জন প্রাণ হারিয়েছিলেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন: