• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে আগুনে ১৮ হাজার গরু মারা গেছে

প্রকাশিত: ১২:৩৭, ১৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে আগুনে ১৮ হাজার গরু মারা গেছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি ডেইরি ফার্মে বিস্ফোরনে ১৮ হাজারের বেশি গরু মারা গেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাসের ডিমিট শহরের সাউথ ফর্ক ডেইরি নামের ফার্মটিতে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৪ এপ্রিল) এসব তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডেইরি ফার্মের যন্ত্রপাতি মিথেন গ্যাসের সংস্পর্শে আসায় বা ওই যন্ত্রের মধ্যে মিথেন গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের কার্যালয়ের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। উদ্ধারকারীরা ফার্মের মধ্যে আটকা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আগুন ও ধোঁয়ায় মারা যাওয়া গরুর একদম সঠিক সংখ্যা বলতে পারেনি শেরিফের কার্যালয়। তবে পুলিশ ও কর্তৃপক্ষ বলছে, ফার্মটির প্রায় ১৮ হাজার গরু মারা গেছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2