ঈদের তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার

ফাইল ছবি
দেখতে দেখতে শেষ হতে চললো পবিত্র রমজান মাস। এরপরই শুরু হবে শাওয়াল মাস। যে মাসের প্রথম দিনেই উদযাপিত হবে বিশ্ব মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, তাদের দেশে আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
মূলত আরবী মাস নির্ভর করে চাঁদ দেখার উপর। আর কোনো মাস ২৯ দিনে আবার কোনো মাস ৩০ দিনে। আজ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৯ রমজান চলছে। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। মালয়েশিয়ান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সেই হিসাবে মালয়েশিয়া-ইন্দোনেশিয়া সরকার ২২ এপ্রিল শনিবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে। একইভাবে মরক্কো ও সিঙ্গাপুরেও ঈদ হবে ২২ এপ্রিল। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে এখনো চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
বিভি/এজেড
মন্তব্য করুন: