আবারও রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১
ছবি: এএফপি
কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বেলগ্রেড অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে আসছে ইউক্রেন। ওই অঞ্চলে আবারও গোলা ছুড়েছে ইউক্রেনের বাহিনী। তবে এবারের হামলায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ। মঙ্গলবার (৩০ মে) এক টেলিগ্রাম পোস্টে ভিয়াচেসলভ গ্লাদকভ জানিয়েছেন, এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই পোস্টে ভিয়াচেসলভ গ্লাদকভ একটি ছবি যুক্ত করেছেন। এতে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবন দেখা গেছে। ভবনটির জানালার কাচ ভাঙা। মাটিতে বড় গর্ত হয়ে গেছে। আরেকটি ছবিতে ওই ভবন থেকে বাসে করে প্রবীণ ব্যক্তি ও শিশুদের সরিয়ে নিতেও দেখা যায়।
বেলগ্রেড অঞ্চলটি রাশিয়া ও ইউক্রেনের সীমান্তসংলগ্ন। ভিয়াচেসলভ গ্লাদকভ জানান, বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থলের কেন্দ্রে গোলা ছুড়েছে ইউক্রেনের বাহিনী। সেখানে বেসামরিক প্রবীণ ব্যক্তি ও শিশুরা ছিল। এতে একজন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে। ইউক্রেনের হামলা ঠেকাতে রাশিয়া পরিখা খনন করেছে। সূত্র: এএফপি
বিভি/এমআর
মন্তব্য করুন: