• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবারো শীর্ষ ধনী ইলন মাস্ক, ১৯২ বিলিয়ন ডলারের সম্পদ

প্রকাশিত: ১৭:৪২, ১ জুন ২০২৩

ফন্ট সাইজ
আবারো শীর্ষ ধনী ইলন মাস্ক, ১৯২ বিলিয়ন ডলারের সম্পদ

ইলন মাস্ক

ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টকে পেছনে ফেলে আবারো বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার ব্লুমবার্গের তালিকায় একশ' ৯২ বিলিয়ন ডলার নিয়ে ফরাসি ধনকুবের আরনল্টকে পেছনে ফেলেন মাস্ক। 

ডিসেম্বর থেকে শীর্ষ ধনীদের তালিকায় প্রথমে থাকলেও এপ্রিলে আরনল্টের সম্পদের পরিমাণ ১০ শতাংশ কমে। বুধবারেও তার বিলাস দ্রব্য আমদানি প্রতিষ্ঠান- এল ভি এম এইচের শেয়ারের দাম কমে দুই দশমিক সাত শতাংশ। 

বিপরীতে চলতি বছর এখন পর্যন্ত মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার আর টেসলার শেয়ারের দাম বেড়েছে ৬৫ দশমিক ৬ শতাংশ। আরনল্ট বাদে ব্লুমবার্গের তালিকায় শীর্ষ ১০ জনের ৯ জনই যুক্তরাষ্ট্রের। তালিকার ১৩ নম্বরে আছেন ভারতের মুকেশ আম্বানি আর গৌতম আদানি নেমেছেন ১৯ নম্বরে। 

এদিকে, এ ঘোষণার মাঝেই আলোচনার কেন্দ্রে ইলন মাস্কের চীন সফর। বৃহস্পতিবার দু'দিনের সফর শেষ করার আগে এ ধনকুবের দেখা করেছেন চীনের ভাইস প্রিমিয়ার ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এ অবস্থায় আগামীতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টেসলা প্রধানকে চায় চীন- এমন জল্পনা চলছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: