• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্কিন-ভারত বিবৃতিতে সন্ত্রাস-প্রসঙ্গ, ক্ষুব্ধ পাকিস্তান

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৫:৩৬, ২৭ জুন ২০২৩

ফন্ট সাইজ
মার্কিন-ভারত বিবৃতিতে সন্ত্রাস-প্রসঙ্গ, ক্ষুব্ধ পাকিস্তান

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যামেরিকা সফরের সময় দুই দেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, পাকিস্তানে যে সব জঙ্গি আছে, তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্তপারের সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায়, পাকিস্তানের দখলে থাকা  কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না শানাতে পারে।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, ''এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।''

পাকিস্তান বলেছে, ''অ্যামেরিকা যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।''


পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ''অ্যামেরিকার সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাক-মার্কিন সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।''

পাকিস্তানের দাবি, ''যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।''

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার নিন্দা করেছেন।

মন্তব্য করুন: