• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছালো

প্রকাশিত: ২৩:২১, ৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছালো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পিছিয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা জানান, প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এর আগে বলা হয়েছিল, আগামী ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর দ্বিতীয় ধাপ ২৩ মার্চ (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী) এবং তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: