• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১৯ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে।  আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

দেশের ৬৪ জেলায় তিন হাজার ৬০০টি খালি পদে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পুরুষদের জন্য খালি পদে নিয়োগ দেওয়া হবে তিন হাজার ৬০ জন ও নারীদের জন্য খালি পদ রয়েছে ৫৬০ জন।

নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। এছাড়া, আবেদনপত্রে কোনো মিথ্যা ও ভুল তথ্য দিলে নিয়োগ বাতিল করা হবে বলেও সর্তক করেছে পুলিশ সদর দফতর।

বিভি/এসএইচ/এজে

মন্তব্য করুন: