• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা কবে? জানা গেল সময়সূচি 

প্রকাশিত: ২৩:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা কবে? জানা গেল সময়সূচি 

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় পিএসসির প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ সহ নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম না জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2