• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যু: ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা দুদিন স্থগিত

প্রকাশিত: ২০:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার মৃত্যু: ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা দুদিন স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বুধবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।  

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয় তাকে। 

অন্তর্বর্তী সরকার তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2