• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

একযোগে স্থগিত হলো ৪ সরকারি চাকরির পরীক্ষা, জানা গেল নতুন তারিখ

প্রকাশিত: ২৩:১৬, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একযোগে স্থগিত হলো ৪ সরকারি চাকরির পরীক্ষা, জানা গেল নতুন তারিখ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটির কারণে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত ও পুনঃনির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে স্থগিত হওয়া প্রধান পরীক্ষাগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

১. ৪৬তম বিসিএস (মৌখিক পরীক্ষা): বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে। এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

২. সরকারি প্রাথমিক বিদ্যালয় (সহকারী শিক্ষক নিয়োগ): আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তারিখ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

৩. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 'জুনিয়র পরিসংখ্যান সহকারী' পদের জন্য নির্ধারিত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অন্যান্য তারিখের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। শুধু ৩১ ডিসেম্বরের পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

৪. ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি): টিসিবি-র 'অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদের মৌখিক পরীক্ষা যা ৩১ ডিসেম্বর হওয়ার কথা ছিল, তা পিছিয়ে আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জানিয়েছে যে, ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষাটি স্থগিত করে আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে। পরীক্ষাটি একই কেন্দ্র ও একই সময়ে অনুষ্ঠিত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2