• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আরও তিন বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি আসছে

প্রকাশিত: ২১:১১, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আরও তিন বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি আসছে

ফাইল ছবি

পুরোনো নিয়মে সব জেলায় এক সাথে না নিয়ে বিভাগীয় বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম ধাপে তিন বিভাগের আবেদন সম্পন্ন হওয়ার পর আরও তিন বিভাগের বিজ্ঞপ্তি আসছে। গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের পর আরও তিন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আগামী ২৩ মার্চ শুক্রবার নতুন তিন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই তিন বিভাগ হলো- খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ। মঙ্গলবার (২১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

এর আগে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গত ১১ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। এ আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।

ডিপিই সূত্র জানিয়েছে, আগামী ২৩ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশে প্রায় ৭ হাজারের মতো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলা পর্যায়ে শূন্যপদের তালিকা তৈরি করা হয়নি। লিখিত পরীক্ষা চলাকালীন এ তালিকা চূড়ান্ত করা হবে। ধাপে ধাপে সব বিভাগে আলাদাভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

প্রথম ধাপের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2