• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

যে কারনে ডেটে যায় নারীরা!

প্রকাশিত: ১৫:৪৩, ২৯ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
যে কারনে ডেটে যায় নারীরা!

ফ্রি-তে ভালো-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ নারী! এমনই বিচিত্র তথ্য মিলেছে একটি সমীক্ষায়।

সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি (Society for Personality and Social Psychology) নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিন শতাধিক নারীদের মতামতের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির (Azusa Pacific University) একদল গবেষক। সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন নারীর মতামত নেওয়া হয়।

গবেষনায় দেখা গেছে, অন্তত ৩৩ শতাংশ নারী শুধুমাত্র ফ্রিতে ভালো-ভালো খাবেন বলেই ডেটে যেতে রাজি হয় বা ডেটে যায়। এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2