• NEWS PORTAL

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পুরুষদের মধ্যেও বাড়ছে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা

প্রকাশিত: ১৮:০৮, ৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
পুরুষদের মধ্যেও বাড়ছে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা

পুরুষদের মধ্যেও বাড়ছে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা

সাম্প্রতিক সময়ে পুরুষদের ত্বকের যত্নের প্রসাধন সামগ্রীর বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তবে, ত্বকের স্বাস্থ্য এবং যত্ন নিয়ে বেশ কিছু নির্দেশিকার প্রয়োজন আছে পুরুষদেরও। 

লিঙ্গের উপর ভিত্তি করে নয়, ত্বকের ধরণের উপর ভিত্তি করেই ত্বকের যত্নের পণ্যগুলি বেছে নেওয়া উচিত।  সংবেদনশীল, স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত– নাকি কম্বিনেশন, নিজে বুঝতে না পারলে ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা বুঝে নিতে হবে স্কিন টাইপ। সেই অনুযায়ী বেছে নিতে হবে প্রোডাক্ট।

সাধারণত পুরুষদের ত্বক পুরু ও তৈলাক্ত হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষে তা ভিন্ন হয়। সানস্ক্রিন, ক্লিনজার, ময়েশ্চারাইজার, অ্যান্টিএজিং এই সব প্রসাধনী নারী –পুরুষ নির্বিশেষে প্রায় সমান।

সমীক্ষা মতে, মেলানোমার সমস্যায় ভোগেন পুরুষরাও। এটা ত্বকের ক্যানসারের একটি ধরন। সানস্ক্রিন ব্যবহার করা তাই পুরুষদের জন্যেও জরুরি। রোদ ঝলমলে আবহাওয়া হোক কিংবা বর্ষার স্যাঁতস্যাঁত দিন, সানস্ক্রিন মাখতেই হবে। এবং এসপিএফ হতে হবে কমপক্ষে তিরিশ। এতে পিগমেন্টেশনের সমস্যা থেকেও অনেকটা রেহাই পাওয়া যাবে।

সেরামাইডস যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি আদতে এক ধরনের ফ্যাট যা ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে। মূলত এটি আপনা আপনিই ত্বকের উপরিভাগে তৈরি হয়। তবে একটা বয়সের পরে প্রসাধনীর সাহায্য নিতে হয়। ত্বকের তৈলাক্তভাব দূষণ থৈকে তৈরি হওয়া ক্ষতি রোধ করে।

রোজ ত্বক পরিষ্কার করতে ক্লিনজার খুব জরুরি। ত্বকের উপরের অংশের ময়লা ধুয়ে ফেলে তবেই ময়েশ্চার ব্যবহার করা উচিত। রেটিনল আছে এমন ময়েশ্চারাইজার কিংবা প্রসাধনীি ত্বকের বয়স ধরে রাখতে ব্যবহার করতে পারেন পুরুষরাও। সূত্র: আজকাল

বিভি/এজেড

মন্তব্য করুন: