• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শেষ সময়ে জমে উঠেছে কেনাকাটা

প্রকাশিত: ২০:০৮, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
শেষ সময়ে জমে উঠেছে কেনাকাটা

ঈদের সময় যতোই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততা। পুরুষের জন্য ঈদের পোশাক ক্রয়ের তালিকার শুরুতে যেমন থাকে পাঞ্জাবি, তেমনি নারীদের ঈদ কেনাকাটার তালিকায় প্রথম রয়েছে শাড়ি অথবা থ্রি-পিস।

তাই বিপনিবিতানগুলোতে এসব দোকানেই যেন ক্রেতাদের ভিড় থাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। তবে দ্রব্যমূল্যে র্ঊর্ধ্বগতির এই বাজারে ঈদ শপিংয়ের তালিকা অনেকটাই কাটছাঁট করছেন কেউ কেউ। 

রাজধানীর হাতিরপুল এলাকার বিপণিবিতান ঘুরে দেখা যায়, পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। পছন্দের পাঞ্জাবি কিনতে স্বপরিবারে অনেকেই এসেছেন এসব দোকানে। তবে ডলার সংকটের কারণে গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদের নতুন পোশাকের পাশাপাশি মেয়েদের জন্য নতুন একটি ভ্যানিটি ব্যাগ না হলে কি চলে? তাই পছন্দের পণ্যটি কিনতে ভিড় ভিড় দেখা যায় ব্যাগের দোকানেও। 

মেয়েদের নতুন পোশাকের সাথে সাজসজ্জা অন্যতম একটি অনুষঙ্গ। নতুন পোশাকের সাথে নিজেকে নতুন রূপে সাজাতে প্রসাধন সামগ্রির দোকানেও বেচাকেনা জমেছে। 

চাঁদরাত পর্যন্ত এই বেচাকেনা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন: