• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভুল করেও ক্ষমা চান না স্ত্রী, যে কৌশলে তাকে সঠিক পথে আনবেন

প্রকাশিত: ১৫:২৬, ২৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভুল করেও ক্ষমা চান না স্ত্রী, যে কৌশলে তাকে সঠিক পথে আনবেন

প্রতিকী ছবি

অনেক মহিলাই একাধিক ভুল করেন। কিন্তু ক্ষমা চাওয়ার বেলায় একদম না বলে দেন। আর এনাদের সঙ্গে সংসার করতে গিয়েই বিপদে পড়েন অনেক পুরুষেরা। এমনকী ধীরে ধীরে নিজেদের মধ্যে কমতে থাকে ভালোবাসা। তবে মুশকিল হল, অনেক মহিলা এই বিষয়টা বুঝেও বোঝেন না। আর এই কারণেই সম্পর্কের দরজায় কড়া নাড়ে মন খারাপ। তাই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে যাওয়ার আগেই আপনাকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। 

১. ভুল ধরিয়ে দিন​: তিনি ভুল স্বীকার করুন আর না করুন, আপনাকে তার ভুল ধরিয়ে দিতেই হবে। এই কাজটা পরপর করে গেলেই তিনি বুঝতে পারবেন যে আপনি তার কাজকর্মের দিকে খুব ভালো করে খেয়াল রেখেছেন। আর তারপর ইচ্ছে না থাকলেও তিনি হয়তো নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়বেন। এমনকী প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নেবেন। তাই প্রথমেই হাল না ছেড়ে দিয়ে বারবার তার ভুল তুলে ধরুন। এই কাজটা করলেই খেলা ঘুরে যাবে।

২. নিজের ভুল স্বীকার করতে হবে​: স্ত্রীকে কোনও বিষয়ে জ্ঞান দেওয়ার আগে নিজেকে বদলে নিতে হবে। তাই সবার প্রথমে নিজে ক্ষমা চাওয়ার অভ্যাসটা রপ্ত করুন। বিশেষত, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সময় কোনও ভুলভ্রান্তি হলে যত দ্রুত সম্ভব স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এই কাজটা করলেই তার মনে আপনার প্রতি ভরসা বাড়বে। এমনকী আপনাকে অনুকরণ করে তিনিও পরবর্তী সময়ে ভুল হলে তা স্বীকার করে নেওয়ার সাহস দেখাবেন।

৩. চুপ মেরে গেলেই জিত আপনার​: এবার থেকে ভুল করার পরও স্ত্রী যদি ক্ষমা না চান, তাহলে তার সঙ্গে আর কথা বাড়াবেন না। বরং চেষ্টা করুন একদম চুপ মেরে যাওয়ার। এমনকী তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত তার সঙ্গে দরকার ছাড়া একটা কথাও বলবেন না। আশা করছি, এই কাজটা করলেই স্ত্রী আপনার মনের কথা ধরতে পারবেন। আর তারপর তিনি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলেও নিতে পারেন।

৪. বিশ্বাসেই মেলায় বস্তু: আপনাদের মধ্যে কি আদৌ বিশ্বাস-ভরসা রয়েছে? এই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে আজ থেকেই তা বাড়ানোর কাজে লেগে পড়তে হবে। কারণ হয়তো আপনার উপর বিশ্বাস বা ভরসা না থাকার কারণেই স্ত্রী নিজের ভুল মানতে চাইছেন না, উল্টে সব দায় আপনার উপর চাপাচ্ছেন। তাই এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে বিশ্বাস বাড়ানোর কাজে লেগে পড়ুন। চেষ্টা করুন, স্ত্রীকে বেশি সময় দেওয়ার। তাতেই খেলা ঘুরে যাবে।

৫. চিৎকার করলেই ফাঁসবেন​: স্ত্রী ক্ষমা না চাইলে সেই নিয়ে বেশি চিৎকার-চেঁচামিচি করে কোনও লাভ নেই। বরং এই অভ্যাস থাকলে স্ত্রী আপনার কাছে কখনওই ভুল স্বীকার করবেন না। তাই সম্পর্কের বৈতরণী পার করতে চাইলে ঝটপট শুধরে যান। এই কাজটা সেরে ফেলতে পারলেই নিশ্চিতভাবে স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2