• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

কেমন হতে পারে ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’, জেনে নিন আদ্যপান্ত

প্রকাশিত: ১৩:১৫, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৫, ১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কেমন হতে পারে ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’, জেনে নিন আদ্যপান্ত

প্রতিকী ছবি

কারও লাভ ম্যারেজ, আবার কারও অ্যারেঞ্জ। কিন্তু এদের মধ্যে কারও কি ফ্রেন্ডশিপ ম্যারেজ হচ্ছে? ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’ শুনে ভ্রু কুঁচকানোর দরকার নেই। বরং, এখন এই বিয়েই ট্রেন্ডিং। প্রেম নয়, শুধু বন্ধুত্বের জেরেই বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন দু’জন মানুষ। আর এটাই হলো ফ্রেন্ডশিপ ম্যারেজ। 

বিয়ে মানে অনেক নতুন দায়িত্ব, অনেক নতুন সম্পর্ক। একসঙ্গে পথ চলা শুরু করে দু’টো মানুষ। সেখানে মনের মিল থাকতেই হবে। একে অন্যকে সম্মান করতে হবে। আর হয়ে উঠতে হবে একে অন্যের ‘ব্রেস্ট ফ্রেন্ড’। তা হলে সেখানে ‘প্রিয় বন্ধু’কে বিয়ে করার মধ্যে ভুল কোথায়? বিয়ের জন্য দু’টো মানুষের মধ্যে সব সময় ভালোবাসা থাকতে হবে, কিংবা দু’জনের মধ্যে যৌন সম্পর্ক থাকতেই হবে, এমন কোনও নিয়ম নেই। এই ছককেই ভাঙছে নতুন প্রজন্ম। বরং দু’জন মানুষের মধ্যে গাঢ় বন্ধুত্ব থাকতে হবে। তবেই সে হবে লাইফ পার্টনার। 

ফ্রেন্ডশিপ ম্যারেজের এই ধারণা ভাইরাল হয় জাপান থেকে। জাপানের একটি সংবাদপত্রের সমীক্ষা অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রায় ৫০০ টি দম্পতি ফ্রেন্ডশিপ ম্যারেজ করেছেন এবং তারা নিজেদের জীবনে সুখীও আছেন। জাপানের পাশাপাশি ভারতীয়দের মধ্যেও বাড়ছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। 

অনেক সময় পরিবার, সমাজের চাপে বিয়ে করতে হয়। সেখানেও বাঁচাতে পারে এই ফ্রেন্ডশিপ ম্যারেজ। আবার নিজের ব্রেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে তার সঙ্গে বেশি ‘অ্যাডজাস্টমেন্ট’-এ যেতে হয় না। সম্পর্কে স্পেস থাকে। ঝগড়াও কম হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2