• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চুল পড়া রোধে আমলকী ও অ্যালোভেরার ভূমিকা    

প্রকাশিত: ১৩:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চুল পড়া রোধে আমলকী ও অ্যালোভেরার ভূমিকা    

ফাইল ছবি

বর্তমান সময়ে চুল পড়া অন্যতম এক দুশ্চিন্তার কারণ। প্রায় সবাই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। চুল পড়া রোধ এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি মাস্ক দারুণ কার্যকর। এর মধ্যে আমলকী ও অ্যালোভেরা মাস্ক চুলের যত্নে এককথায় অসাধারণ।

আমলকীর উপকারিতা

ভিটামিন সি সমৃদ্ধ আমলকী কোলাজেন প্রোটিন তৈরিতে সহায়তা করে।
চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ খুশকি দূর করে।
মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে।
চুলের স্বাভাবিক রং অক্ষুণ্ন রাখতে এবং অল্প বয়সে চুল পাকা রোধে সহায়তা করে।

অ্যালোভেরার উপকারিতা

এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুল নরম রাখে।
মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি রোধ করে।
চুল ভাঙা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

আমলকী ও অ্যালোভেরা প্যাক তৈরির উপকরণ

আমলকীর পাউডার বা রস ২ টেবিল চামচ
টাটকা অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ
নারকেল তেল ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ

প্যাক তৈরির পদ্ধতি

অ্যালোভেরা পাতা থেকে ভেতরের জেল বের করে ব্লেন্ড করে নিন। আমলকী পাউডার কুসুম গরম পানিতে গুলিয়ে পেস্ট তৈরি করুন বা আমলকী ব্লেন্ড করে রস বের করে নিন। একটি বাটিতে আমলকী এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মেশান। অতিরিক্ত পুষ্টি ও উজ্জ্বলতার জন্য এতে নারকেল তেল ও লেবুর রস যোগ করুন।

ব্যবহার পদ্ধতি

পরিষ্কার ভেজা বা শুকনা চুলে এই প্যাক ব্যবহার করা যায়। চুল দুই ভাগে ভাগ করে হাত দিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি ভালোভাবে লাগান। মাথার ত্বকে আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে একদিন নিয়ম করে এই প্যাক ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল আরও স্বাস্থ্যোজ্জ্বল হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2