• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর যে আচরণগুলিকে প্রশ্রয় দেবেন না

প্রকাশিত: ১০:৫১, ৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর যে আচরণগুলিকে প্রশ্রয় দেবেন না

প্রতিকী ছবি

সম্পর্কে থাকাকালীন অনেকেই ভালোবাসার মানুষের আপত্তিজনক কিছু লক্ষণ এড়িয়ে যেতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে না দেখার ভান করেন। সাময়িকভাবে এই বিষয়টি মিটে গেলেও সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকে। সম্পর্ক ক্রমশ ভঙ্গুর হয়ে ওঠে। যে কারণে অনেককেই মানসিক অবসাদের শিকার হতে হয়। আর তাই, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর যে আচরণগুলিকে প্রশ্রয় দেবেন না।

১. ভালোবাসার সম্পর্কে একে-অন্যের প্রতিদ্বন্ধী হয়ে উঠলে মুশকিল। সঙ্গীর সাফল্যে অন্যজন আনন্দিত হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু, আপনার সাফল্য যদি সঙ্গীর ঈর্ষার কারণ হয়ে ওঠে, তা হলেই মুশকিল। সেই মানুষটি আদৌ আপনার জন্য উপযুক্ত কি না, তা বিবেচনা করার প্রয়োজন রয়েছে।

২. সঙ্গী কি কারণে-অকারণে ক্রমাগত মিথ্যে বলছেন? বিশ্বাস হলো যেকোনও সম্পর্কের ভিত। সেই বিশ্বাস যদি ভেঙে যায়, তা হলে সেই সম্পর্কের কি কোনও অস্তিত্ব থাকে? সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।

৩. সম্পর্কের ভিত শক্ত করার একটি দিক হলো পারস্পরিক সম্মান। সম্পর্কে টানাপোড়েন থাকতেই পারে। কিন্তু, সম্পর্কের কঠিন সময়ে সঙ্গী আপনাকে প্রাপ্য সম্মান দিচ্ছে কি না, সেটাও বুঝতে হবে। একে-অন্যের প্রতি কোনও সম্মান না থাকলে, সেই সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2