• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কে শুধু প্রেম নয়, বন্ধুত্বও জরুরি

প্রকাশিত: ১৫:৫৬, ৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
সম্পর্কে শুধু প্রেম নয়, বন্ধুত্বও জরুরি

প্রতিকী ছবি

সম্পর্কের ভিত্তি যদি হয় বিশ্বাস, তা হলে বন্ধুত্ব সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। প্রেমের জমি শক্তপোক্ত করতে দরকার হয় পারস্পরিক বন্ধুত্বের। সম্পর্কে বন্ধুত্ব ভীষণ প্রয়োজন। কিন্তু, কীভাবে একে-অন্যের বন্ধু হয়ে উঠবে, রইলো কিছু টিপস্।

১. আলোচনার পরিসর বাড়ান: বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন। পারিপার্শ্বিক পরিস্থিত, ব্যক্তিগত জীবন, অফিসের নানা জটিলতা এমনকি বন্ধুদের সঙ্গে মনোমালিন্য, মনের কথা জমিয়ে না রেখে জানান সঙ্গীকে। প্রেম নিয়ে নিজেদের পূর্ব অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দ্বিধা করবেন না। পরস্পরের কাছে যতটা পরিষ্কার থাকবেন, তত ভরসা বাড়বে। সম্পর্কে দ্বিধাও কমবে।

২. সমান দায়িত্ব পালন: সম্পর্কের দুইজনেরই সমান অংশগ্রহণ প্রয়োজন। পাল্লা ভারি-কমের অঙ্কে না যাওয়াই শ্রেয়। সমস্ত কাজ ভাগ করে নিন। তাতে সম্পর্ক সহজ হবে। আলোচনার জায়গা তৈরি হবে। তাছাড়া ভুল বোঝাবুঝিও কম হবে। এমনকি অভিযোগ করার জায়গাও থাকবে না। তবে, সুবিধা-অসুবিধায় দায়িত্ব পালনে বেশি-কম থাকবেই। সেটা একেবারেই পারস্পরিক বোঝাপড়ার বিষয়।

৩. গল্প করুন: দুইজনে সময় বের করে মন খুলে গল্প করুন। রোজ নিয়ম করে এটা করতে হবে। একে-অন্যকে নিজেদের বন্ধুদের গ্রুপের সঙ্গে আলাপ করিয়ে দেন। সঙ্গীর বন্ধুবৃত্তে এন্ট্রি হয়ে গেলে, সম্পর্কের সমীকরণটাও একেবারে অন্য রকম হয়ে যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2