• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিজেই সম্পর্ক নষ্টের কারণে নন তো, জেনে নিন কিছু লক্ষণ

প্রকাশিত: ১৫:৫১, ৯ জুন ২০২৫

ফন্ট সাইজ
নিজেই সম্পর্ক নষ্টের কারণে নন তো, জেনে নিন কিছু লক্ষণ

প্রতিকী ছবি

একটি সম্পর্ক তৈরি করা অনেক কঠিন। কিন্তু, অনেকক্ষেত্রে তা ভেঙে যায় মুহূর্তেই। সবসময় সম্পর্ক ভাঙার পিছনে সঙ্গীই দায়ী বিষয়টা এমন নয়। আপনিও হতে পারেন সম্পর্ক ভাঙার কারণ। হতে পারে, বিষয়গুলো নজরে আসে না, নিজের দোষেই সম্পর্ক নষ্ট করতে পারেন। কিন্তু বুঝবেন কিভাবে আপনার কারণেই ভেঙে যাচ্ছে মধুর। জেনে নিন কিছু লক্ষণ...  

১. ঝগড়া হলে আপনি সবসময় জেতার চেষ্টা করেন। নিজেকে সবসময় ঠিক প্রমাণ করতে চান।

২. আপনি সঙ্গীর অনুভূতিকে ‘ওভার রিয়্যাকশন’ বা ‘অহেতুক উত্তেজিত হওয়া’ বলে উড়িয়ে দেন।

৩. আপনি খুব কম ক্ষমা চান। ক্ষমা চাইলেও সেখানে ‘কিন্তু’ যোগ করে দেন এবং বার বার ব্যাখ্যা দেন।

৪. ঝগড়া হলে সমস্যার সমাধান খোঁজার বদলে আপনি চুপ করে থাকেন। 

৫. আপনি কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে ক্রমাগত সঙ্গীর সমালোচনা করেন।

৬. আপনি মুখে কিছু বলেন না এবং আশা করেন, সঙ্গী আপনাকে বুঝবে। আপনি সঙ্গীকে অন্তর্যামী মনে করেন।

৭. বার বার পুরোনো কথা টেনে আনেন এবং সম্পর্কে জটিলতা বাড়ান।

৮. নিজের দোষ না দেখে প্রতিবার সঙ্গীর দোষ দেখেন এবং তার উপর সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: