• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রতারণার পরও ভাঙতে চান না সম্পর্ক, যে বিষয় মাথায় রাখবেন

প্রকাশিত: ১৬:৪৫, ২১ জুন ২০২৫

ফন্ট সাইজ
প্রতারণার পরও ভাঙতে চান না সম্পর্ক, যে বিষয় মাথায় রাখবেন

প্রতিকী ছবি

প্রতারণার কারণে অনেকেই পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে যান। আবার অনেকে ক্ষত মেরামত করে নেন। অনেকেই আবার বুঝতেই পারেন না, কিভাবে সঠিক সিদ্ধান্তে নেবেন, এমনকি কী করবেন। এমন প্রতারণার ঘটনা বা অন্য কোনও কারণেও কিন্তু ঠকে যেতে পারেন আপনি। জেনে নিন এমন পরিস্থিতিতে পড়লে কি করবেন।

 

১. যিনি প্রতারণা করলেন, তার কোনও তরফে কোনও ব্যাখা আছে কি না, সেটা একবার ভেবে দিন। অনেক সময় আপনার ধারণায় যা প্রতারণা, তা নিয়ে তার অন্য ব্যাখ্যাও থাকতে পারে।

২. একগাদা প্রশ্নের মুখোমুখি হতে হবে জেনেও সঙ্গী যদি প্রস্তুত থাকে আপনার মুখোমুখি দাঁড়ানোর, তা হলে তাকে একটি সুযোগ দিতে পারেন। একবার খুঁজে দেখুন ভুলের উৎসটি কোথায়। সম্ভব হলে দু'জনেই ক্ষত মেরামতের দায়িত্ব নিন।

৩. যদি সঙ্গীর দ্বারা প্রতারিত হওয়ার পরেও সম্পর্কে থেকে যান, তবে জীবনটা শুরু করুন সাদা বোর্ডের মতো। ভুলের মাশুল যদি লম্বা সময় ধরে সঙ্গীকেই দিতে হয়, তাহলে সম্পর্কের রসায়ন কিন্তু মাঠে মারা যাবে। কাজেই পুরোনো ভুল ধরে থাকলে চলবে না।

৪. অকারণ সন্দেহ করবেন না। তবে, সচেতন থাকুন। সম্পর্কে একটা সীমারেখে টানুন। দু'জনেই খোলামেলা আলোচনা করে স্পষ্ট বুঝে নিন পরস্পরের থেকে কী চান, আর কী চান না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2