• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

যেসব কারণে প্রতারণা করেন সঙ্গী, খেয়াল রাখবেন যে বিষয়গুলো

প্রকাশিত: ১৭:৩০, ২৬ জুন ২০২৫

ফন্ট সাইজ
যেসব কারণে প্রতারণা করেন সঙ্গী, খেয়াল রাখবেন যে বিষয়গুলো

প্রতিকী ছবি

ভালবাসার মানুষ প্রতারণা করে। লুকিয়ে, গোপনে সম্পর্ক তেরি করায় প্রতারণার সম্মুখীন হন অনেকেই। সম্পর্কে যোগসূত্র পরিমাপ করে নানান সমস্যা তৈরি হয়। একজনের সঙ্গে থাকা সত্ত্বেও অন্যদিকে সম্পর্ক করেন নারী-পুরুষ উভয় পক্ষ। এখানে মূল সমস্যা গোপন করা। এমন পরিস্থিতিতে বোঝা মুশকিল সম্পর্কের গতিবেগ কোন দিকে ধাবিত হচ্ছে। জেনে নিন, যেসব কারণে সম্পর্কে প্রতারণা দেখা দেয়, ছিন্ন হয় এবং এগুলো এড়ানোর উপায়।

১. আত্মবিশ্বাসের অভাব: যখন মনের মধ্যে নিজের প্রতি বিশ্বাস ফুরিয়ে যায়, তখন এমন এক জন কাউকে দরকার পড়ে, যে কথা শোনার সময়ে বিচারকের আসনে বসবে না। আসলে তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তির সবটা তো জানে না। ফলে সুবিধা হয় কথা বলা শুরু করতে। কিন্তু, শুরুতেই সঙ্গীর সঙ্গে কথা বলে নিলে এই প্রতারণার অবকাশ তৈরি হতো না।

২. একঘেয়েমি: অনেক সময় এক জনের সঙ্গে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে। রোমাঞ্চের দরকার পড়ে অনেকের। আর তার জন্য নতুন ব্যক্তির খোঁজ করে মানুষ। কিন্তু, সে মুহূর্তেই সঙ্গীর সঙ্গে সব কথা ভাগ করে নিলে আর সমস্যা হয় না।

৩. একাকিত্ব: কঠিন সময়ে সঙ্গী ছাড়াও অন্য কারও থেকে সহানুভূতির চাহিদা তৈরি হয়। সঙ্গী ব্যস্ত থাকলে অথবা পাশে থাকলেও একা লাগতে পারে। আর তখনই প্রতারণার সম্ভাবনা তৈরি হয়। সব সময়ই যে তা শারীরিক সম্পর্কে গড়িয়ে যাবে, তা নয়। লুকিয়ে কথা বললেও সঙ্গীকে ঠকানো হয়।

৪. মানসিক বিচ্ছিন্নতা: কারও যদি মনে হয়, তিনি তাঁর সঙ্গীর থেকে যথেষ্ট ভালবাসা পাচ্ছেন না, বা সঙ্গী তাঁর দিকে ভাল ভাবে তাকান না, অথবা প্রয়োজনের সময়েও সঙ্গী পাশে দাঁড়িয়ে সহানুভূতিশীল হতে পারেন না, তখন এমন এক জন মানুষকে দরকার পড়ে, যিনি সব রকম ভাবে সঙ্গে থাকবেন। আর এই যে নতুন এক মানুষকে দরকার পড়ছে, সে কথা সরাসরি সঙ্গীকে বলার সাহস থাকে না অনেকের।

৫. সামাজিক পরিবর্তন: অনেকেই মনে করছেন, একসঙ্গে একাধিকের সঙ্গে সম্পর্ক রাখলে তিনি ভাল থাকবেন। অর্থাৎ, আদিম যুগের প্রবণতা ফিরে আসছে। কিন্তু সমস্যা হল পরকীয়া বরাবরই প্রতারণা হয়ে থেকে যায়। এই সূক্ষ্ম পার্থক্য বোঝেন না অনেকে। বা বুঝলেও সাহস পান না। তাই সামাজিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে গেলে কমিউনিটিতে কথাবার্তা বলা উচিত।

৬. সমাজমাধ্যমের প্রভাব: ডিজিটালের যুগে তো কোটি কোটি বিকল্প মানুষের সামনে। ডেটিং অ্যাপ এবং সমাজমাধ্যমের মঞ্চগুলির কারণে মানুষ খুব সহজে একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন। ফলে সাধারণ কথাবার্তা আর ঠকানোর মধ্যে পার্থক্যের সূক্ষ্ম রেখা মাঝেমাঝে মিলিয়ে যায়।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2