• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বডি লোশন মুখে মাখছেন না তো? সাবধান!

প্রকাশিত: ১৯:০৩, ৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বডি লোশন মুখে মাখছেন না তো? সাবধান!

ত্বকের সুরক্ষায় ময়েশ্চারাইজারেই ভরসা। এতে ত্বক নরম ও কোমল থাকে। তবে মুখের ময়েশ্চারাইজার হিসেবে বডি লোশন মাখছেন না তো? অনেকেই এটা করে থাকেন; তবে এটা একদমই করা উচিত নয়।

ভাবতে পারেন বডি লোশন তো ত্বক ময়েশ্চরাইজিং এর কাজই করে, তাহলে মুখে লাগালে কী সমস্যা! নিজের অজান্তেই করছেন সর্বনাশ। বডি লোশন মুখের ত্বকের অপকার ছাড়া উপকার করে না একেবারেই। এটি মুখে মাখার ফলে মুখের ত্বকে ব্রণ, র‍্যাশ ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। বডি লোশন ছাড়া আরও অনেক এমন উপাদান আছে যা মুখে ব্যবহার করলে সমস্যা হতে পারে।

মুখ ও দেহের ত্বক আলাদা হয়। শরীরের বাকি অংশের ত্বক মোটা এবং মুখের ত্বক হয় পাতলা। শরীরের বাকি অংশের তুলনায় মুখের ত্বক বেশি কোমল হয়। মুখে প্রচুর সিবাম উত্‍পন্ন হয়, তবে শরীরের বাকি অংশে সিবাম খুব বেশি উত্‍পন্ন হয় না। তাই আরও বেশি করে মুখের ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।

চলুন জেনে নেই বডি লোশন মুখের ত্বকে কী কী ক্ষতি করে-

অ্যালার্জি
বডি লোশন ব্যবহারের ফলে মুখে অ্যালার্জি হতে পারে। বডি লোশন তৈরিতে এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যা মুখের ত্বকের জন্য খুবই খারাপ। যাদের ত্বক সেনসিটিভ তাদের বডি লোশন মুখে ব্যবহার করা উচিত নয়।

বডি লোশনে বেশি কেমিক্যাল থাকে
বডি লোশনে ফেস ক্রিমের চেয়ে অনেক বেশি কেমিক্যাল থাকে, যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। কখনো কখনো বডি লোশন প্রয়োগ করার ফলে ত্বকে জ্বালা এবং লালচে ভাবও দেখা দিতে পারে।

ত্বকের লোমকূপ আটকে যেতে পারে
যদি আপনি মুখে বডি লোশন মাখেন, তবে ত্বকের ছিদ্র আটকে যেতে পারে। মুখে ধুলো-ময়লা জমতে পারে। যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তাই মুখের ত্বকে ফেস ক্রিম ব্যবহার করা উচিত।

বিভি/টিটি

মন্তব্য করুন: