সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত লাখ লাখ শিশু
সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে প্রচণ্ড চাপসহ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত লাখ লাখ শিশু, জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। এই শিশুদের দুই তৃতীয়াংশই পরিবারের কোন না কোন সদস্যকে হারিয়েছে বা হামলার শিকার হয়েছে। শিগগিরই প্রতিরোধের ব্যবস্থা করা না হলে দেশটির একটি প্রজন্ম মানসিক বিকারগ্রস্ততার মধ্য দিয়ে বেড়ে উঠবে বলে জানিয়েছে মনোরোগ বিশেষজ্ঞরা।
সম্প্রতি সিরিয়ার শিশুদের ওপর সেভ দ্য চিলড্রেনের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেশটির অন্তত ১৪ টি অংশের নানা বয়সী শিশু, তাদের বাবা-মা, সমাজ কর্মী, ত্রাণ কর্মী ও শিক্ষকদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭১ শতাংশের মতে, যুদ্ধের কারণে শিশুরা বিছানা ভিজানো, নিজের ক্ষতি করা, আত্মহত্যার চেষ্টা ও আক্রমণাত্মক আচরণ করে। অন্তত ৪৮ শতাংশ অভিভাবকের দাবি, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই বহু শিশু কথা বলার ক্ষমতা হারিয়েছে।
এছাড়া, বাক্য গঠনের সমস্যা, প্রচণ্ড মানসিক চাপ, মুড অফ ও অতিরিক্ত বিষন্নতায় ভুগছে শিশুরা। ছয় বছরের কম বয়সী অন্তত ৩০ লাখ শিশু অন্য কিছু না জানলেও যুদ্ধ সম্পর্কে জানে বা বলতে পারে। গবেষণার সময় আইএস জঙ্গি ও সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকতে পারেননি সেভ দ্য চিলড্রেন কর্মীরা।
মন্তব্য করুন: