সাংবাদিক দীপঙ্কর হত্যাকান্ড সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাজীব গান্ধী
বগুড়ার বহুল আলোচিত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ড সম্পর্কে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জেএমবির সামরিক কমান্ডার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
বগুড়ায় দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, জবানবন্দিতে জাহাঙ্গীর আলম জেএমবির তৎকালীন সুরা সদস্য সিদ্দিকুর রহমান বাংলা ভাই, শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালের নির্দেশেই দীপঙ্করকে খুনের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে।
বাংলা ভাই ও জেমএবির তৎপরতা সম্পর্কে দীপঙ্কর চক্রবর্তী পত্রিকায় লেখায় ক্ষুব্ধ হয়ে বাংলা ভাই হত্যার নির্দেশে দেয় বলে জবানবন্দিতে জানান তিনি। তবে দীপঙ্কর চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে এ জবানবন্দি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ২০০৪ সালের ৩ অক্টোবর বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীকে রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
মন্তব্য করুন: