• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

৭১ জনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করলো সরকার

প্রকাশিত: ১৪:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭১ জনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করলো সরকার

মুক্তিযোদ্ধা না হয়েও সনদ গ্রহণ করার অভিযোগে ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে গত ২৪ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

গেজেটে উল্লেখ করা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ এ প্রদত্ত ক্ষমতার আলোকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সনদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক ব্যক্তি ছাড়াও ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জামুকা সূত্র জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রমাণ পাওয়া গেছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না, তবুও তারা সনদ গ্রহণ করেছিলেন। বর্তমানে সারা দেশে মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2